নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)র ব্যাঙ্গচিত্র প্রকাশ করে অবমাননা করার প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী শাখার উদ্দ্যোগে সোমবার নান্দাইল উপজেলা সদরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানবী (সাঃ)কে অবমাননাকারী ফ্রান্সের প্রেডিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ফাসিঁর দাবীতে সকাল ৯টা থেকে ইসলামী সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ সহ হাজার হাজার তৌহিদি ধর্মপ্রাণ মুসুলমান জনতা বিক্ষোভ মিছিল সহ দলে দলে এসে উপজেলা সদরে অলি মাহমুদ হিফজুল উলুম মাদরাসা মাঠ প্রাঙ্গনে জমায়েত হয়। ফ্রান্সের এই ঘৃণ্য আচরণের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানানোর দাবী সহ রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য বয়কটের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা নান্দাইল শাখার সভাপতি মাও: মুফতি ইব্রাহিম কাসেমী, সাধারণ সম্পাদক মাও. গোলাম মোস্তফা,
উপদেষ্ঠা মুফতি হারুন কাসেমী, সহ-সভাপতি মাও: আমরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাও: ওয়ালী উল্লাহ, মাও: তাজুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, মাও: আবু রায়হান, মাও: মোশারফ হোসেন, মুফতি আবুল হাসেম প্রমুখ নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে ২ ঘন্টাব্যাপী ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক সহ উপজেলার সদরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অলি মাহমুদ মাদ্রাসা মাঠে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচী শেষ করা হয়।
CBALO/আপন ইসলাম