ধোবাউড়া প্রতিনিধিঃ
ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হোসাইন। মময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল এর স্বাক্ষরীত এক চিঠিতে সংগঠনের গঠনন্ত্র মোতাবেক এই নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠি উল্লেখ করে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে উপজেলা সংগঠন সমুহের সম্মেলন অনুষ্ঠান আয়োজনের স্বার্থে ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এয়াকুব আলী’র মৃত্যু জনিত কারণে সভাপতি পদ শুণ্য হয়ে পড়ে। এমতাবস্থায় জেলা আওয়ামী লীগের সভাপতি এড. জহিরুল হক খোকা’র সম্মতিক্রমে লিখিত নির্দেশনা চিঠির মাধ্যমে সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইনকে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। পুর্নাঙ্গ কমিঠি না হওয়া পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
CBALO/আপন ইসলাম