আব্দুর রহিম বিশেষ প্রতিনিধি ভাঙ্গুড়া:
পাবনার ভাঙ্গুড়ায় পৌর মেয়র গোলাম হাসইনাইন রাসেলের মেয়র হিসেবে ৫ বছর দায়িত্ব পালনে তার সাফল্য ও ব্যর্থতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৯ অক্টোবর) রাতে পৌর সদরের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে হাজী গয়েজ উদ্দীন মহিলা ফজিল মাদ্রাসা মাঠ চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মোঃ মকবুল হোসেন । তবে তিনি ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
অনুষ্ঠানের শুরুতেই উন্মুক্ত কথা বলার সুযোগ দেওয়া হয় । এসময় পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের সাধারণ বাসিন্দা ও তৃণমূলের জনতা তারা বিগত ৫ বছরের পৌর সভার নিকট বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্তির বিষয়ে স্বীকার করে বক্তব্য দেন। এক্ষেত্রে পৌর এলাকাতে মাদক নিয়ন্ত্রণ, শিশুদের ক্রীড়ার প্রসার, আইন শৃক্সখলার উন্নতি সাধন, শিক্ষার মান উন্নয়নে কার্য্যকর ভুমিকা পালন। সড়ক বাতি স্থাপন সহ বর্তমান মেয়রের নানাবিধ সফলতা তুলে ধরেন । পাশাপাশি তাদের ওয়ার্ডে আরও রাস্তা পাকাকরণ , ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা ও বড়াল নদীতে গোসলের জন্য ঘাট তৈরি করার জন্য মেয়রের নিকট দাবী জানান। এসময় মেয়র গোলাম হাসনাইন রাসেল মঞ্চে ধর্য্যসহারে বসে একে এক সবার বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং অনুষ্ঠানের শেষে এই ওয়ার্ডের বাকী কাজ গুলি পৌরসভার পক্ষ থেকে করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে গোলাম হাসনাইন রাসেল মেয়র হিসেবে বিগত ৫ বছরে দায়িত্ব পালনে ৯ নং ওয়ার্ডের রাস্তা সংষ্কার, নতুন রাস্তা নির্মাণ, বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থান সমূহে বৈদ্যুতিক বাতি স্থাপন, মাদক নিয়ন্ত্রণ, ঐতিহাসিক বড়াল মাঠে শেখ রাসেল ক্রীড়া সংগঠন তৈরি করা সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়ির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান,সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ ওমর ফারুক রানা, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফ, পৌর ছাত্রলীগ সভাপতি প্রভাষক হেলাল উদ্দীন খান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মোঃ তোজাম্মেল হক, মোঃ গোলাম রসুল পান্ডু, যুগ্ম সম্পাদক মোঃ রমজান আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ রঞ্জু, রেজাউল করিম রাজা, সাংগঠনিক সম্পাদক আজাদ খান, যুবনেতা ইবনুল হাসান শাকিলসহ ৯ নং ওয়ার্ডের আওয়ামীলীগ ,যুবলীগ ও সাধারণ জনতা।
CBALO/আপন ইসলাম