চলনবিলের আলো বার্তাকক্ষ:
পাবনার ভাঙ্গুড়ায় প্রতি বছরের ন্যায় এবারও ১৯ টি মন্ডপে সোনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গা পুজা মহা ষষ্ঠীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে পুজা মন্ডবগুলি বিধি অনুসরণ করে সাজানো হয়েছে। উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও পৌরসভা উপজেলার পুজা উদযাপন পরিষদের সাথে আলোচনা সভা শেষ করেছিলেন। প্রতি বছরের ন্যায় এবছরও শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে শারদীয় পুজা পালনের লক্ষ্যে সকল পদক্ষেপ সম্পন্ন করা হয়েছে। তবে করোনভাইরাসের জন্য এবছর সরকারি সিধান্ত অনুযায়ী স্বাস্থ্য বিধি অনুসরণসহ বেশ কয়েকটি বিধি অনুসরণ করে পুজা চলবে।
জানা গেছে, পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল পৌর এলাকার ৬ টি পুজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন , হ্যান্ডসেনিটাইজার ও মাস্ক বিতরণ করেছেন। অপরদিকে ভাঙ্গুড়া থানা পুলিশ যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পুজা মন্ডপে তাদের পুলিশী টহল জোদার করেছেন পাশাপাশি আনসার সদস্যরাও পুজা মন্ডবগুলিতে কয়েকটি দলে বিভক্ত হয়ে টহলরত অবস্থায় রয়েছেন।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সংগীত কুমার পাল জানান,এবারের পৌরসভায় ৬টি,ভাঙ্গুড়া ইউনিয়নে ৩ টি, দিলপাশার ইউনিয়নে ২টি, খানমরিচ ইউনিয়নে ৪ টি , অষ্টমনিষা ইউনিয়নে ২ টি , পারভাঙ্গুড়া ইউনিয়নে ১ ও মন্ডতোষ ইউনিয়নে ১ টি মন্ডপে শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে।
এব্যাপারে ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, এ উপজেলায় শারদীয় দুর্গা পুজা সুষ্ঠু ,শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে ভাঙ্গুড়া থানার পক্ষ থেকে সকল ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
CBALO/আপন ইসলাম