মোঃ মানিক হোসেন স্টাফ রিপোর্টার:
পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন শারদীয় দুর্গা পুজা সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষ্যে ভাঙ্গুড়া থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) বেলা ১১ টার দিকে ভাঙ্গুড়া থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসন্ন শারদীয় দুর্গা পুজা সুষ্ঠুতাবে উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র গোলাম হাসনাইন রাসেল,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম।
থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মোঃ নাজমুল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন,ভাঙ্গুড়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মলয় কুমার দেব,সাধারণ সম্পাদক সংগীত কুমার পাল, সাবেক সভাপতি ও দিলাপার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশোক কুমার ঘোষ প্রণো, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র সূত্রধর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ১৯ টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ, সাংবাদিক বৃন্দ। বক্তারা আসন্ন শারদীয় দুর্গা পুজায় সরকারের সিধান্ত ও ¯^াস্থ্যবিধি মেনে পুজা উদযাপনের উপর গুরুত্বারোপ করেন।
CBALO/আপন ইসলাম