মোঃ মানিক হোসেন স্টাফ রিপোর্টার:
নিরাপদ নারী, নিরাপদ দেশ এই শ্লোগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে ভাঙ্গুড়া থানা পুলিশের আয়োজনে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন। থানার পরির্দশক (তদন্ত) নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ বাকি বিল্লাহ,উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল,চাটমোহর সার্কেলের এএসপি সজীব শাহরিন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ লোকমান হোসেন,আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল জাব্বার ছানা,জেলা পরিষদ সদস্য মোঃ আসলাম আলী ও গুলশাহানারা পারভিন লিপি,
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি প্রমুখ। এছাড়াও সমাবেশে জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম,শিক্ষার্থী, গৃহিনী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তরা বলেন,ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে সবাইকে নারীদের প্রতি শ্রব্ধাশীল হতে হবে। এটা আইন দিয়ে বন্ধ করা যাবে না। সমাজের সব স্থানে মানুষকে সচেতন হয়ে রুখে দাড়াতে হবে।
CBALO/আপন ইসলাম