নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাকচান্দা সিনিয়র ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক আব্দুল হালিম স্যার চলে গেলেন না ফেরার দেশে। ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজীউইন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি ও হার্টের সমস্যা জনিত রোগে ভোগছিলেন।
আব্দুল হালিম স্যারের মৃত্যুতে নিজ গ্রামের বাড়ি হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর ও বাকচান্দা মাদ্রাসা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও পাঁচ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ছেলে-মেয়েদের মধ্য এক ছেলে এলজিআরডি মন্ত্রণালয়ে চাকরী করছেন ও এক মেয়ে আমেরিকা প্রবাসী।
পারিবারিক সূত্রে জানাযায়, তিনি ৪/৫ বছর যাবৎ কিডনি ও হার্টের সমস্যা জনিত রোগে ভোগছিলেন। গত শুক্রবার ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭১ বছর বয়সে রাত ৮টায় ইন্তেকাল করেন। পরে শনিবার (১৭ অক্টোবর) নিজ বাড়িতে দুপুর ২.০০ ঘটিকায় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়ে পারিবারিক গোরস্তানের দাপন কাজ সম্পন্না করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন শতশত শুভাকাঙ্ক্ষী।
CBALO/আপন ইসলাম