কে,এম আল আমিন :
শুক্রবার ( ১৬ অক্টোবর) বিকেলে দেশের জনপ্রিয় বাউল শিল্পী সুকুমার সলঙ্গার পাটধারী বাজারে আগমনের খবর শুনে তাকে এক নজর দেখার জন্য সংগীত পিপাসু ও বাউল মনা ভক্তরা ছুটে আসেন পাটধারী বাজারে। “বলবো না গো আর কোন দিন ভালোবাসো তুমি মোরে”,,,,,,,বাংলাদেশ সহ পাশ্ববর্তী দেশ ভারতে সাড়া জাগানো সর্ব্বোচ্চ ভিউ এই গানের রচয়িতা এবং গায়ক বাউল সুকুমার। সে বগুড়া জেলার সোনাতলা উপজেলার নন্দকুশা গ্রামের কৃতি সন্তান। সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাটধারী গ্রামের তরুণ,উদীয়মান গায়ক ও গীতিকার রবিউল ইসলাম রবি’র আমন্ত্রণে এই দেশবরেণ্য শিল্পী সুকুমারের আগমন ঘটে পাটধারী বাজারে।
তার মুখে সেই আলোচিত গান শোনার জন্য শুক্রবার বিকেলে পাটধারী বাজারে শতশত নারী- পুরুষের ভীড় জমে।পরে ছোট্ট পরিসরের আয়োজনে অন্যান্য বাউল শিল্পীদের নিয়ে বাউল গান অনুষ্ঠিত হয়। উক্ত গানের অনুষ্ঠানে হাটিকুমরুল ১ নং ওয়ার্ড আ.লীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন,দৈনিক জনবাণী পত্রিকার বার্তা সম্পাদক রানা আহমেদ,সিরাজগঞ্জ রোড প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম,কারিকুল ইসলাম সুমন,ঢাকা টাইমস্ পত্রিকার প্রতিনিধি লিখন আহমেদ সহ শত শত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
CBALO/আপন ইসলাম