শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

ই-পেপার

আটঘরিয়ার রোস্তমপুর পোড়াঘাটি ব্রীজের সংযোগ সড়কের মাটি ধসে মরণ ফাঁদ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০, ৩:৩৯ অপরাহ্ণ

মাসুদ রানা আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলা রোস্তমপুর পোড়াঘাটি ব্রীজের সংযোগ সড়কের মাটি ধসে মারক্ত মরণ ফাঁদের সৃষ্টি হয়েছে। রিকসা,ভ্যান, অটোরিকসা, মোটরসাইকেল ও সাধারন মানুষ এর চলাচলের চরম অসুবিধার সৃষ্টি হচ্ছে। সেই সাথে পথচারিদের যাতাযাতের দূর্ভোগ চরমে উঠেছে।

চাঁদভা ইউনিয়নের রোস্তমপুর পোড়াঘাটি ব্রীজের পূর্ব ও পশ্চিম দুইপাশের মাটি সড়ে যাওয়ায় সকল প্রকার মানুষ ও যানবাহন চলাচল করছে ঝুকি নিয়ে। এতে করে এই এলাকার ৮/১০টি গ্রামের মানুষ প্রতিনিয়তই যাতাযাতের ক্ষেত্রে ভোর্গান্তিতে পড়েছে। উক্ত স্থানে মেরামত না করায় পথচারিদের প্রায়ই দূর্ঘটনার শিকার হতে হচ্ছে। এছাড়াও মুমূর্ষ রোগিকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিড়ম্বনার স্বীকার হতে হচ্ছে। প্রতিদিন ওই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ উপজেলা সহ দেশের বিভিন্ন স্থানে যাতাযাত করেন।

তাদরে জীবনের ঝুকি নিয়ে ওই ব্রীজের ওপর দিয়ে যাতাযাত করতে হচ্ছে। ওই ব্রীজের উপর দিয়ে কোন রকম সিএনজি অটোরিকসা ভ্যান মোটর সাইকেল চলাচল করলেও যেকোন সময় এই ধরনের পরিবহন উল্টে গিয়ে দূর্ঘটনার স্বীকার হতে পারে পথচারিরা।

এবিষয়ে স্থানীয় চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল জানান, এটি একটি জনগুরুত্বপূর্ন সড়ক। জরুরী ভিত্তিতে এই ব্রীজের সংযোগ সড়ক মেরামত করা প্রয়োজন। ওই ব্রীজ দিয়ে চলাচলরত লোকজন জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর