অনলাইন ডেস্ক:বাংলা গানের কিংবদন্তি শিল্পী ‘পল্লীসম্রাট’খ্যাত আব্দুল আলীমের স্ত্রী জমিলা আলীম আর নেই। ইন্না লিল্লাহি….রাজিউন।
মঙ্গলবার ১২ অক্টোবর দিবাগত রাত ২টা ২৫ মিনিটে মস্তিষ্কে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন তাঁর কন্যা সংগীতশিল্পী নুরজাহান আলীম।
তিনি জানান, মৃত্যুকালে তাঁর মায়ের বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জমিলা আলীম দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গতকাল রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে বনশ্রীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন বলে জানান নুরজাহান।
এ সংগীতশিল্পী তাঁর মায়ের জন্য দোয়া চেয়ে বলেন, ‘আমার মাকে আমি আর কখনো মা বলে ডাকতে পারব না। আর কখনো বলবে না তুই আসবি কবে, কখন আসবি, আমি কিন্তু তোর অপেক্ষায় আছি। আমি কিভাবে ভুলে থাকব আমার মাকে?
সবার কাছে আমার মায়ের জন্য দোয়া চাই। নীরবে নিভৃতে চমৎকার এক জীবন কাটিয়ে গেছেন আমার মা।’