কে,এম আল আমিন :
৭ মাস ধরে করোনা আর ৩ মাস ধরে একাধারে বন্যায় ক্ষতিগ্রস্থ হলেও আনন্দের কমতি নেই সলঙ্গা এলাকার মানুষদের। এবারের দীর্ঘ মেয়াদী বন্যায় সলঙ্গা থানা সদর গাঢ়ুদহ নদী,স্বরস্বতী নদী,ধুবিলের করতোয়া নদী,বোয়ালিয়া বিল,বনবাড়ীয়া বিল,রশিদপুরের স্বরস্বতী খাল সহ বিভিন্ন এলাকায় নৌকা বাইচ প্রতিযোগীতা ছিল চোখে পড়ার মত। সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ৩০-৪০ টি বাইচের নৌকা আছে বলেও জানা যায়।
বিভিন্ন এলাকায় এবারে হারানো দিনের সেই নৌকা বাইচ দেখে আগের দিনের মুরুব্বীদের সাধ জাগে আবারো নৌকার মাঝি সেজে জারি-সারি গাইতে। তাই তো সিরাজগঞ্জের সলঙ্গার বাসুদেবকোল পুর্বপাড়ার আনন্দ প্রিয় মুরুব্বী হাজী ছুরমান আলীর ইচ্ছে জাগে বাইচের নৌকা বানাতে। এলাকার মুরুব্বী হাজী ছুরমান আলীর শেষ বয়সের শখ পুরণ করতে গ্রামের সর্বস্তরের মানুষের পুর্নাঙ্গ সহযোগীতায় সলঙ্গা বাজারের জাত মিস্ত্রি দিয়ে প্রায় লাখ টাকা খরচ করে ৫১ হাত কোষা নৌকা যার নাম ” সোনার তরী ” নদীর পানিতে ভাসিয়ে দিল।
CBALO/আপন ইসলাম