রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
গ্রামীণ দরিদ্র নারী-পুরুষের দারিদ্র বিমোচনের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বি করার লক্ষ্য পানির উপর ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা স¤প্রসারণ ও জনপ্রিয়করণ শীর্ষক প্রকল্পের আওতায় বরিশালের আগৈলঝাড়ায় কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলার বাশাইল ওয়াপদা খালের বেডে সবজি ও মসলা চাষের উপর মাঠ দিবস শেষে বাশাইল মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
বরিশাল কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রফি উদ্দিনের সভাপতিত্বে উপজেলার শতাধিক দরিদ্র কৃষক কৃষাণীদের ভাসমান বেডে শাক-সবজি, পিয়াজ, রসুন, আদাসহ বিভিন্ন ধরনের কৃষিপন্য উৎপাদন ও বাজারজাত করার উপরে প্রশিক্ষন দেয়া হয়েছে।
প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুস্তাফিজুর রহমান তালুকদার, ড. গোলাম কিবরিয়া ড. আলিমুর রহমান, মাহাবুবুর রহমান, ইউপি সদস্য রাশেদুল ইসলাম খায়ের, তাপস মন্ডল প্রমুখ। প্রশিক্ষণে ভাসমান বেডে সবজি চাষের উপর কৃষকদের ভিডিও প্রদর্শনী করা হয়।
CBALO/আপন ইসলাম