সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

ই-পেপার

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০, ৬:৩৫ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
সারাদেশে ধর্ষণ, অব্যাহত নারী নির্যাতন ও পৈচাশিক ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

বক্তব্য রাখেন মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, কেন্দ্রীয় বিএনপি সদস্য আবুল হোসেন খান, কেন্দ্রীয় জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম সদস্য এ্যাডভোকেট আলী হায়দার বাবুল, মহানগর আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ খান, মহানগর যুবদল সম্পাদক মাসুদ হাসান মামুন, জেলা যুবদল সভাপতি এ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, মহানগর মহিলা দল সভানেত্রী শামিমা আকবর প্রমুখ।

অপরদিকে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে একই প্রতিবাদে জেলা দক্ষিণ ও উত্তর বিএনপির যৌথ আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা দক্ষিণ বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, উত্তর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুস ছত্তার খান প্রমুখ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর