সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

ই-পেপার

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে নান্দাইলের ছাত্রছাত্রী ও জনতার মানববন্ধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০, ৬:২৮ অপরাহ্ণ

নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে শিক্ষার আলো স্টুডেন্টস এইড ফাউন্ডেশন, নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটি, নান্দাইল উপজেলা সচেতন ছাত্রসমাজ ও সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের উদ্দ্যোগে ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’ স্লোগানে ধর্ষণ প্রতিরোধ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে পৃথক পৃথকভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুশুল্লী নামক স্থানে শিক্ষার আলো স্টুডেন্টস এইড ফাউন্ডেশনের সভাপতি সাদনান অপূর্ব শাকিলের নেতৃত্বে ও মোফাজ্জ্বল সাদাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মুশুল্লী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ভূইয়া, সিনিয়র সাংবাদিক আলম ফরাজী, অগ্রদুত কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক তাহমিনা আক্তার লিপি, মুশুল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা রাণী সরকার, ব্লাড ডোনেট সোসাইটির পরিচালক সুমন মিয়া, হৃদয় মিয়া, আবির রায়হান, স্টুডেন্টস এইড ফাউন্ডেশনের সহ-সভাপতি আশরাফুন আহমেদ ছোয়া প্রমুখ।

 

ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধনে একাত্মা প্রকাশ করেন নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটি ও অগ্রদুত বিদ্যানিকেতন সহ স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী ও নান্দাইলের সর্বস্তরের জনগণ। অপরদিকে নান্দাইল উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি এ.হান্নান আল আজাদের নেতৃত্বে ধর্ষণ বিরোধী মানববন্ধনে সংঘের সাধারন সম্পাদক আমরু মিয়া সহ সংঘের সকল সদস্যবৃন্দ, ছাত্র-ছাত্রী ও সাধারন জনগণ উপস্থিত ছিলেন। এসময় তাদের সাথে একাত্মা পোষন করেন নান্দাইল উপজেলা সচেতন ছাত্রসমাজ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ আইন পুন:বিবেচনার মাধ্যমে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা, ধর্ষণজনিত সকল ঘটনার বিচারের জন্য আলাদা দ্রুত বিচার ট্রাইবুন্যাল গঠন করা ও ৩০-৬০ কার্যদিবসের মধ্যে বিচার কার্য শেষ করা, ধর্ষিতার বিনামুল্যে চিকিৎসা, ক্ষতিপুরণ ও পরিবারকে সহায়তা করা। প্রতি জেলায় ধর্ষণ প্রতিরোধ আলাদা টাস্কফোর্স গঠনা করা, ধর্ষকদের মদদ দাতা ও প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা। এই মর্মে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনের নেতৃবৃন্দরা।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর