রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
সা¤প্রতিক সময়ে দেশব্যাপী ধর্ষণ, গণধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদসহ নারীর প্রতি সহিংসতা এবং সকল অপকর্মের প্রতিবাদে আগৈলঝাড়ায় পৃথক তিনটি স্থানে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘বারপাইকা আল মদিনা যুব ফাউন্ডেশনের’ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ‘বারপাইকা আল মদিনা যুব ফাউন্ডেশনের’ ব্যানারে বিভিন্ন প্লেকার্ড নিয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে উপজেলার করিম বাজারে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে অংশ গ্রহন করেছেন বাজার ব্যসায়ি, শিক্ষার্থীসহ স্থানীয় শিশু ও নারী পুরুষেরা।
এর পরে একই সংগঠনের উদ্যোগে উপজেলার দুশুমী বাজারে অনুরুপ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় বারপাইকা বাজারে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে ধর্ষণের প্রতিবাদ জানিয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডর বিধান রেখে আইন পাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বক্তারা।
পৃথক তিনটি স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংগঠনের সভাপতি নাসির উদ্দিন শাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আজিজুল শাহ, সংগঠনের সাধারণ সম্পাদক মিরাজ শাহ, সাংগঠনিক সম্পাদক রকিব শাহ, সিনিয়র সদস্য সোহাগ শাহ, মাসুম শাহসহ স্থানীয় ব্যবসায়ির ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
#CBALO/আপন ইসলাম