আচ্ছা দেখুনত, নারীদের পুরুষ জাতির কাছে কিভাবে উপস্থাপনা করা হচ্ছে?
এই ধরুন একটা বিজ্ঞাপন চিত্র, সেখানে নারীদের শরীরে এক তৃতীয়াংশ পোশাক ছাড়া বিজ্ঞাপনের দৃষ্টি আকর্ষণ করানো হচ্ছে!!!
বাহিরে বের হলেই দেখুন, প্রায় প্রতিটি মেয়ের বুকে ওড়না নেই (সবাই সমান সেটি কিন্তু নয়)
ওড়না চলে গেছে গলাতে।
ও, এটি নাকি ওদের আধুনিকতা!
হায়রে আধুনিকতা! তুই নারী জাতিকে বিবস্ত্র করে ফেললি।
আবার একটু দেখুন তো, বিলবোর্ড, ব্যানার, বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে স্থিরচিত্র!
আপনি হয়তো ভাবছেন এগুলো বিকৃত মানসিকতার থেকেই দেখা সম্ভব।
কিন্তু এই বিকৃত মানসিকতার জন্য দায়ী কে???
প্রশ্ন থেকে গেল আপনাদের কাছে?
কষ্ট করে আবার হলেও একটু দেখুন,
দেশ এগিয়ে যাচ্ছে, মানুষের জীবন যাত্রার মান বেড়ে গেছে।হাতে হাতে আধুনিকতার ছোঁয়া,
সহজলভ্য স্মার্টফোন। সহজলভ্য পর্নো সাইট!
বাকিটা আপনি একটু ভাবুন !!
একশ্রেণীর উচ্চবিত্তরা গোটা পুরুষ জাতির কাছে নারীদের ভোগের পণ্য হিসাবে উপস্থাপন করছে।
তাদের এই মায়াজাল থেকে “মা” জতিকে বের করে আনতে হবে ।।
আর পুরুষ জাতিকে বলছি “বাপ “তোমাদের পশু বৃত্ত আত্মাকে একটু বশীভূত করো,সৃষ্টিকর্তা একজন উপরে আছেন, তোমাদের সকল অপকর্মের হিসাব নিতে।।
#CBALO/আপন ইসলাম