বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

ই-পেপার

সাভারে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে মানবন্ধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০, ৫:৫১ অপরাহ্ণ

সাদ্দাম হোসেন সাভার:

সাভারে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে মানবন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকা আরিচা মহাসড়কে সাভার সিটি সেন্টারের সামনে সাভারের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, নারীরা এখন সর্বত্র নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিদিন ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। ধর্ষণের যথাযথ শাস্তি নিশ্চিত হচ্ছে না বলেই এমনটা হচ্ছে। বক্তারা আরো বলেন, নারীরা কোনো সমস্যার সম্মুখীন হলে তা লুকিয়ে রাখে। এটি না করে বরং সমস্যাটি সমাজের সামনে তুলে ধরা উচিত।

 

এতে করে শুরুতেই প্রতিকার করা সম্ভব হবে। নীলা রায়ের বিষয়টি যদি আগেই সকলের সম্মুখে আসতো তাহলে তার হত্যাকান্ডের ঘটনাই ঘটত না৷ এসময় অন্যান্যদের মধ্যে ঢাকা জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মো. আরিফুল ইসলাম সাব্বির সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনের তৎপর ও সজাগ ভূমিকা রাখা এবং ছাত্র মৈত্রী নেতা জাহিদ লিখন ধর্ষণ আইন সংশোধনের দাবি জানান।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর