মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন

ই-পেপার

সাংবাদিক কামালের জীবনী ১ম খন্ড

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০, ৯:১৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:

যশোর জেলার অভয়নগর উপজেলার অন্তগর্ত দেয়াপাড়া গ্রামের দিন মজুর বাবর আলী খানের বড় ছেলে মোঃ কামাল হোসেন ১৯৮০ সালের ১৮ আগষ্টে জন্ম গ্রহন করেন। কামালের বয়স যখন ৭ বছর পিতা বাবর আলী সংসার ছেড়ে অনত্রে চলিয়া যাই তিন ভাইয়ের বড় কামালকে নিয়ে মা মোছাঃ সাহিদা বেগম পড়ে যাই কষ্টে এমত অবস্থায় পরিচয় হয় বর্তমান নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ আসলাম হোসেনের চাচা ডাঃ মোশাররফ হোসেন এর সংগে কামালের মা ডাঃ মোশাররফকে সকল দুঃখের ঘটনা খুলে বলার পর ডাঃ মোশাররফ কামালকে মানুষ করা সহ লেখাপড়ার সকল দ্বায়ীক্ত গ্রহন করেন এবং কামালকে বাসায় নিয়ে যায়।

 

ডাঃ মোশাররফ কামালকে বাসায় নিয়ে লেখাপড়া সহ অনেক সহযোগিতা করেন শুধু ডাঃ মোশাররফ একা নয় নওয়াপাড়া বিশিষ্ট ব্যবসায়ী জনাম আমির হোসেন সহ ডাঃ মোশাররফ এর পরিবারের সকল সদস্য গন কামালকে অনেক আদর করতেন ছটো কামাল মায়ের জন্য মনটা ছটপট করিতে থাকে মাকে দেখার জন্য কামালের বয়স যখন ১২ বছর ডাঃ মোশাররফ এর বাসা হইতে নিজ মায়ের নিকট চলিয়া আসে।

 

কামালের মা সাহিদা বেগম স্থানীয় গ্রামীন ব্যাংকের স্টাফের রান্নার কাজ করতো গ্রামীন ব্যাংক ম্যানেজার আবুল বাশার সিকদার কামালকে গ্রামীন ব্যাংকে অস্থায়ী পিয়নের চাকুরী দিয়া কামালকে কাজ সেখাতে থাকে এবং পাশাপাশি স্কুলে ভর্তি করিয়া লেখাপড়ায় সহযোগিতা করে ১৯৯৮ সালে কামাল এইচ এস সি পাশ করার পর গ্রামীন ব্যাংক ম্যানেজার অনত্রে বদলী হইয়া চলিয়া গেলে কামাল গ্রামীন ব্যাংকের চাকুরী ছাড়িয়া দেয়।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর