গণ ধর্ষণ, নারী ধর্ষণ, সমাজ ধর্ষণ দেশে,
প্রকৃতিও ধর্ষণ স্তব্ধ নীড়ে গোধূলির আবাসে।
রাস্তা ঘাটে স্কুল কলেজে ছাত্রবাস আজ ধর্ষণ,
আনাচে কানাচে কিছুই বন্ধ নেই সব ধর্ষণের কর্ষণ।
হাসপাতাল এমনকি মাদ্রাসাও আজ ধর্ষণের চিৎকার,
চতুর্দিক কোলাহল হাটার পথেও শুনতে পাই হাহাকার।
বিশ্ববিদ্যালয় শ্রমীক ক্যম্পাসে রেললাইনেও আজ ধর্ষণের আর্তনাদ!
ভাইয়ের সামনে বোন ধর্ষণ, স্বামীর সামনে স্থী ধর্ষণ কেউ নাই করার প্রতিবাদ।
খবরের কাগজ ও মিডিয়া খুললে সব ভাসে ধর্ষণের চিত্র,
সব কিছু ঘুটিয়া দেখি অবহেলিত ও নিরীহ শুধু ধর্ষণের পাত্র।
টাকার বিপাকে ক্ষমতার ফাঁদে পড়ে হচ্ছে মা বোনেরা ধর্ষণ,
এত ধর্ষনের বিচার না পেয়ে অবশেষে দেহ করছে হনন!!
ধর্ষণের মামলা কে করিবে গণনা,
গুনতে গনতেও হিসাব তা মিলে না।
পশুর মত অপব্যবহার মানুষ সেজন নয়,
তবুও কেন ধর্ষণকারী মানব সমাজে রয়?
ধর্ষণের বৈরী সোচ্চার মোরা চাই সঠিক বিচার,
ধর্ষণকারীর নুনু কেটে ফেলো এটাই তার প্রতিকার।
#CBALO/আপন ইসলাম