চল রাজনীতি করি,সমাজকে গড়ি,
গণতন্ত্র ফিরিয়ে আনি আমার দেশে;
খাবে,এখনও খাচ্ছে চিরে শকূন বেশে।
ওরা হায়না,যদিও বিশ্বাস করা যায়না,
নির্বাচন এলে,টাকা ওরায় দুহাত মেলে;
উন্নয়নের আশ্বাসে করে ভোটের বায়না।
এ তবুও চল সমাজকে পাল্টিয়ে দেই,
নিজেকেও পাল্টে ফেলি নব্য খোলসে;
এটাই পথ সফল হবি খুব কম বয়সে।
বাপের টাকা আছে,লোক পাবি পিছে,
সে টাকায় নমিনেটেড হবি তুই নিঃশ্চয়;
দিব্যি করে তোরে দিচ্ছি আমি অভয়।
#CBALO/আপন ইসলাম