মৃত্যু হলো এপার ওপার
দুই কুলের তরী
মৃত্যুকে স্মরণ রেখে
এসো পুণ্যের জীবন গড়ি।
এসে ভবে বানাই মোরা
কত সাধের ঘর
দম ফুরাইলে সকল সম্পদ
হয় যে তখন পর।।
মৃত্যু মানে নয়তো শেষ
জায়গার স্থানান্তর
পর পারেও আছে জীবন
ঘোষণা মওলার ।
পর জগতে সুখের ভেলায়
ভাসতে চাও যদি তুমি
তাগুত ছেড়ে শ্রষ্ঠার বিধান
লও গো তুমি মানি ।
অন্যের সম্পদ, পরের ইজ্জ্বত
রক্ষা যিনি করে
তিনিই আল্লাহর প্রিয় বান্দা
হয়ে নিশ্চয়ই মরে ।
ইহকালে করবেন যিনি
বিচারে ইনসাফ
পরকালে মওলার কৃপায়
পাবে সে নাজাত ।
জন্মিলে মৃত্যু হবেই
বলছেন আল্লাহ নিজে
কোরআন পড়লেই শুদ্ধি আসবে
নয়ন যাবে ভিজে ।
মৃত্যু যদিও স্বাভাবিক নিয়ম
বড়ই যন্ত্রনাময়
বেহুশ প্রাণটা ছটফট করে
বলছেন দয়াময় ।
কার কখন মৃত্যুর বার্তা
আসবে রে ভাই ভবে
মৃত্যুর কথা স্মরণ রেখে
জীবন গড়ি সবে ।
হিংসাবিদ্বেষ ইবলিশ কর্ম
ছাড়তে হবে ভাই
মৃত্যু নামক জম আসিলে
রক্ষা কারো নাই ।
#CBALO/আপন ইসলাম