সাদ্দাম হোসেন, সাভার প্রতিনিধি:
সাভারে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য মৃত্যুর প্রায় দুই মাস পর কবর থেকে সাহাজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে সাভারের ইমান্দিপুর কবরস্থান থেকে এই মরদেহ উত্তোলন করা হয়েছে। নিহত সাহাজ উদ্দিন সাভারের ইমান্দিপুরের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম রসুল মিয়া। নিহত সাহাজ উদ্দিন ফলের ব্যবসা করত। গত ১২ আগস্ট নিহতের মেয়ে রাবেয়া বাদি হয়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। নিহতের মেয়ের বরাত দিয়ে পুলিশ সাথে কথা বলে জানা যায়, গত ৭ই আগস্ট সাহাজ উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়।
সেসময় ধারণা করা হয়েছিল যে সে পানিতে ডুবে মারা গেছে। কিন্তু পরে তার মেয়ে আদালতে হত্যা মামলা দায়ের করে। তাই ঘটনার সুষ্ঠ তদন্তের জন্য সাভার থানা পুলিশ, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং সিআইডিকে ময়না তদন্তের জন্য নির্দেশ দেয়া হয়। এ নির্দেশ মোতাবেক আজ ওই এলাকা থেকে মৃত্যুর দুই মাস পর মরদেহ উত্তোলন করা হয়েছে। নিহতের মেয়ে রাবেয়ার অভিযোগ তার বাবা সকালে ব্যায়াম করতে গেলে ফাহাদ নামে এক ব্যক্তির গায়ে কাদা ছিটে যায়।
আর এর জের ধরেই তার বাবাকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়। এব্যাপারে সিআইডি ঢাকা জেলার উপপরিদর্শক আলম মিয়া বলেন, নিহত সাহাজ উদ্দিনের মৃত্যুর কারন ময়নাতদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। এর আগে কোনো কিছুই বলা যাচ্ছে না। মরদেহ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ, সিআইডি পুলিশ, সাভার মডেল থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম