সৌরভ অধিকারী শুভ শেরপুর(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের করোনা পরিস্থিতি এবং ঈদ কে সামনে রেখে বাজারদর স্থিতিশীল ও দুরত্ব বজায় রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ জনকে জরিমানা করা হয়েছে।
১৭ মে সকাল ১১ টা সকালে থেকে ২টা পর্যন্ত শেরপুর উপজেলার বিভিন্ন মার্কেটে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জামশেদ আলাম রানা। এ সময় ৪ জন দোকানদারকে সামাজিক দূরত্ব নিশ্চিত না করে বিক্রয় করায় ও ৩ জন ক্রেতাকে মাস্ক ছাড়া মার্কেটে আসায় তাদেরকে ৩ হাজার ১শ টাকা জরিমানা করা হয়।
এছাড়া তিনি বিভিন্ন মার্কেট ঘুরে দেখেন এবং সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করেন। এবং স্বাস্থ্যবিধি না মানায় কয়েকজন দোকানদারকে পুনরায় সতর্ক করেন এবং মালিক সমিতির সদস্যদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পুনরায় অনুরোধ করেন।