রফিকুল ইসলাম সজীব, স্টাফ রিপোর্টারঃ
তিন প্রার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে চাটমোহর ইউসিসিএ লিঃ (বিআরডিবি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ।আজ সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছেন চাটমোহর রিটার্নির অফিসার।চাটমোহর নির্বাচন রিটার্নিং অফিসার বলেন‘ভোট গ্রহণের জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এইবার এই চাটমোহর ইউসিসিএ মোট তিনজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা হলেন- মাছ মার্কায় মোঃ নাজিম উদ্দিন, বই মার্কায় আব্দুল মান্নান,চেয়ার মার্কার ইছাহক আলী।
নির্বাচনে জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মাছ মার্কা প্রতীক মোঃ নাজিম উদ্দিন মিয়া।তিনি বলেন,জনগণ উন্নয়ন চায়, স্বাভাবিকভাবে জীবনযাপনের নিশ্চয়তা চায়, তাই মাছ মার্কায় পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। চাটমোহর ইউসিসিএ নির্বাচনে চাটমোহরের স্বার্থে মাছ ভোট দেবে মানুষ। দিন শেষে আমরাই বিজয়ের হাসি হাসবো।’
#CBALO/আপন ইসলাম