জহরুল ইসলাম (জীবন) হরিপুর – ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
করোনা ভাইরাস নামক বৈশ্বিক মহামারীর কারণে ঠাকুরগাঁও জেলার সীমান্ত ঘেষাঁ হরিপুর উপজেলার কর্মহীন হয়ে পড়া দূস্থ ও অসহায় জনগণের পাশে দাঁড়িয়েছেন “৯৯ এর বন্ধনে-প্রাণের স্পন্দনে” নামক একটি সামাজিক সংগঠন। ১৯৯৯ইং সালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে যেসব ছাত্ররা এসএসসি পাশ করেছেন তারাই মূলত এ সংগঠনের সদস্য।
রবিবার সকাল সাড়ে ১০টায় এসএসসি ব্যাচ ১৯৯৯ইং-হরিপুর এর আয়োজনে বীরগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণসহ উপজেলার বিভিন্ন গ্রামে সামাজিক দূরুত্ব বজায় রেখে ২য় পর্যায় আরো শতাধিক দূস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রত্যেককে ৪শত টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন “৯৯ এর বন্ধনে-প্রাণের স্পন্দনে” এর সদস্য সামশুল হুদা, সুদীপ্ত মজুমদার রিটু, মাসুদ রানা চৌধুরী, সাংবাদিক কবিরুল ইসলাম কবির, ইউসুফ আলী, কামাল চৌধুরীসহ অন্যান্য সদস্যগণ। তারা জানিয়েছে যতদিন করোনা ভাইরাস আছে ততোদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।