এস এম সোহাগ রানা তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
করোনা ভাইরাস প্রার্দুভাব বেড়ে যাওয়ায় বাংলাদেশ সরকারের সাধারণ ছুটি কারনে নিম্নআয়ের মানুষ কর্মহীন হয়ে পরে।এসময় সাতক্ষীরায় ২০০০ সালের ভয়াবহ বন্যায় স্বেচ্ছায় রুটি বানানো কর্মসূচি অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২০ সালের মহামারী করোনার সময় সমন্বিত উদ্যেগে “” বিনা মূল্য শাক সবজি বিতরণ”” কার্যক্রম গত ৭ এপ্রিল থেকে শুরু করে নিয়মিত সাতক্ষীরা পৌরসভার নয়টি ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে শাক-সবজি বিতরণ অব্যাহত রয়েছে ।
তারই ধারাবাহিকতায় আজ ১৬মে শনিবার সকাল থেকে মুনছুর এর মাধ্যমে মিলগেট ৫০পরিবারকে, টপি এর মাধ্যমে ৩০পরিবারকে, সাইফুল এর মাধ্যমে ৬০পরিবারকে, ইমরান খান এর মাধ্যমে ৬০পরিবারকে, হোসেন মাহবুব এর মাধ্যমে ৫০পরিবারকে, নলকূড়া ডাঃ রশিদের মাধ্যমে ৫০পরিবারকে, মেহেদী এর মাধ্যমে রসূলপু ৫০পরিবারকে , মিল্টন এর মাধ্যমে সুলতান পুর৫০পরিবারকে, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে সেঞ্চুরি একাডেমীর বিনামূল্যে শাক-সবজি কার্ডধারি ৬৯৫ পরিবারকে প্রতিদিন দুই আইটেম এর তাজা শাক-সবজি পেয়ে থাকে মোটঃ১০৯৫ পরিবার এবং এক আইটেম ১০০ পরিবার কে বিনামূল্যে শাক সবজি বিতরণ করা হয়। সব মিলিয়ে মোট ১১৯৫ পরিবার কে বিনামূল্যে শাক সবজি বিতরণ করা হয়।
এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খল ভাবে প্রায় দুই হাজার পরিবারের মাঝে বিনামূল্যে শাক-সবজি তুলে দেওয়া হয়। উপকার ভোগীরা সেঞ্চুরি একাডেমীর এই কার্যক্রমকে স্বাগতম জানিয়ে প্রাণ খুলে দোয়া করেছেন।তারা দাবি জানিয়েছ যেন বিনামূল্যে শাক-সবজি বিতরণ কার্যক্রম যেন বন্ধ না হয়।তাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন সাতক্ষীরা সুশীল সমাজ। উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা।কার্যক্রমটি বাস্তবায়ন এর ক্ষেএে নিরালস কাজ করে যাচ্ছে সেঞ্চুরি একাডেমীর কর্মকতা এজাজ আহমেদ স্বপন,রুহুল কুদ্দুস,শাহিন,মহাদেব,সিরাজুল ইসলাম, সালাউদ্দিন রানা প্রমুখ।