কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির করোনা ভাইরাসে আক্রান্ত । ২১ সেপ্টেম্বর(সোমবার) নমুনার ফলাফলে তার করোনা পজেটিভ আসে।পরে দুপুরে সাংসদ ছোট মনির তার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে জানান, আমার করোনা পজিটিভ এসেছে। সকলের কাছে দোয়া চাই । আমি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে এসে আপনার সেবায় নিয়োজিত থাকতে পারি।
স্থানীয় সাংসদের বড় ভাই ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি সংসদ সদস্য ছোট মনির করোনা পজিটিভ এর সত্যতা স্বীকার করে বলেন ,আমার ছোট ভাই ছোট মনির করোনাকালীন সময় তার নিজ সংসদীয় এলাকায় গরীব এবং অসহায়দের পাশে ছিলেন। করোনার ঝুঁকি নিয়ে ছুটে গিয়েছেন জেলার বিভিন্ন এলাকা অসহায় এবং গরীব মানুষের কাছে। কখন করোনা পজিটিভ হয়েছে তা বলতে পারতেছেনা। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তোলা।
তিনি আরো বলেন ,কিছু দিন আগে আমি এবং আমাদের মা করোনায় আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসা শেষে আমরা বর্তমানে সুস্থ আছি । এ নিয়ে জেলায় মোট ৩ জন সংসদ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
#CBALO/আপন ইসলাম