আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
বিপুল পরিমান উগ্রবাদী বই, লিফলেট, অস্ত্র ও গুলিসহ জেএমবির সামরিক প্রশিণপ্রাপ্ত এক সদস্যকে আটক করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা। শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আটক জেএমবি সদস্য আলামিন সবুজ (২৫) বরগুনা সদরের কালিবাড়ী কড়ইতলা এলাকার আব্দুল খবিরের পুত্র। র্যাব সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরগুনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য শীর্ষ জঙ্গি আলামিন সবুজকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিপুল সংখ্যক উগ্রপন্থী বই, লিফলেট, একটি ওয়ান শুটারগান এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আলামিন নিজেকে জেএমবির একজন গুরুত্বপূর্ণ সংগঠক ও সামরিক প্রশিণপ্রাপ্ত সদস্য বলে স্বীকার করেছে। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি আটককৃতর অন্যান্য সহযোগিদের আটকের জন্য র্যাবের অভিযান চলছে।