আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
জেলার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আবু হাসানাত জাপানকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান আবু হাসানাত জাপান বাদি হয়ে হুমকিদাতা বাদল খানসহ ১৪ জনকে আসামি করে মুলাদী থানায় মামলাটি দায়ের করেছেন। শনিবার সকালে মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
মামলার এজাহারে জানা গেছে, গত ৭ মে মৎস্যজীবী কার্ডধারী জেলেদের ভিজিএফের চাল বিতরণের সময় ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদল খানের নেতৃত্বে তার ১৪/১৫জন সহযোগিরা হামলা চালায়। হামলায় লিটন সরদার, স্বপন সিকদার, নজরুল সিকদারসহ কমপক্ষে পাঁচজন আহত হয়। হামলাকারীরা ওইসময় ইউপি চেয়ারম্যান আবু হাসানাত জাপানকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদর্শন করে।