শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

ই-পেপার

জামালপুরে রং মিস্রি রমজান আলী নিজ উদ্দোগে ত্রান সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৬ মে, ২০২০, ৪:৪৯ অপরাহ্ণ

কামরুজ্জামান কানু জামালপুর থেকে:

জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নে রং মিস্রি রমজান আলী তার মা মরহুমা নূরজাহান বেগম স্মরনে কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমন সময় কালে দুরমুঠ ইউনিয়নের সুলতান খালী,কলাবাধা, চর পানশী ও পায়ের চর গ্রামের ১৪০ জন ঘর বন্দি অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন।

ত্রান বিতরনের সময় বি,সি,আই,সি অনুমোদিত সার ডিলার মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর আবুহুর আলী ও মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের পরিচালক হেলাল উদ্দিন সোহাগ উপস্হিত ছিলেন। প্রকাশ থাকে যে, রং মিস্রি রমজান আলীর স্হাপর, অস্হাপর সম্পদ বলতে তেমন কিছু নেই। কঠোর শ্রমের উপর নির্ভর করে তার পাচ সদস্য বিষিস্ট পরিবারের সংসার চলে। তার মোবা:০১৯১৪-৩৫৭৫৬২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর