মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে জার্মান প্রবাসী লিটন উদ্দীনের ব্যক্তিগত উদ্যোগে ১ হাজার দরিদ্র অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলার রুহিয়া শহীদ ফাদার লুকাস উচ্চ বিদ্যালয় মাঠে এসব ত্রাণ বিতরণ করা হয়।ত্রাণ বিতরণ কাজের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন ক্যাথলিক চার্চের ধর্মজাযক ফাদার অ্যান্থনী সেন,ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, লিটন উদ্দীনের পিতা দবির উদ্দীন এবং স্ত্রী সাজেদা বেগম সহ পরিবারের অন্যান্যরা।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল,আলূ,সেমাই,চিনি,লবন ,সোয়াবিন তেল,কাপড় কাচা সাবান, গোসলের সাবান,পিয়াজ ও মুড়ি সহ ১০ আইটেমের পন্য।