চলনবিলের আলো স্টাফ রিপোর্টার:
পাবনা জেলার ফরিদপুর উপজেলার কৃতিসন্তান ফরিদপুর উপজেলার প্রথম ছাত্রলীগের সভাপতি এবং ভার্জিনিয়া স্টেট আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি বর্তমানে আমেরিকা প্রবাসী তিনি পাবনা তিন চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর তিন উপজেলার গরীব দুস্হ অসহায় মানুষের কথা চিন্তা করে ঈদুল ফিতর উপলক্ষে ২০০ জন ঈদ উপহার দেন।
এই ঈদ উপহার ভাঙ্গুড়া শেখ রাসেল ডিজিটাল ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ শিপন চৌধুরী মাধ্যমে লিস্ট করে তার ক্লাবের সদস্য মিলে উপহার সরাসরি মানুষের মাঝে তুলে দেন। ৩ কেজি চাল – ২ কেজি ময়দা – ৫০০ মিলি তেল – ১ কেজি চিনি – এক প্যাকেট সেমাই প্রতি জনকে দেন।এই ঈদ উপহার পেয়ে ২০০ পরিবারে ঈদের হাসি ফুটে উঠলো।