রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
কাউন্সিলের মাধ্যমে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচনের প্রায় দশ মাস পর ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে।
রবিবার রাতে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কমিটির নতুন পূর্নাঙ্গ তালিকা জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির কাঠালিয়া উপজেলা নতুন কমিটির সভাপতি হাবিবুর রহমান উজির সিকদার ও সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনিরের হাতে হস্তান্তর করেন। এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কুমার কর্মকার উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র মতে, ২০১৯ সালের ৫ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদারকে সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. এমাদুল হক মনিরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। দশ মাস পরে রবিবার ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন জেলা আওয়ামী লীগ। নতুন কমিটিতে পুরাতনদের পাশাপাশি স্থান পেয়েছেন অনেক নবীন নেতৃত্ব।
নতুন পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মো. মহাসীন নকীব, আবুল বাশার বাদশা, সফিকুল ইসলাম খান, বাবু বিমল খান, ফাইজুল আলম ফিরোজ, রুস্তুম আলী খান, গোলাম মোস্তফা সেলিম, এ্যাডভোকেট আজাদুল ইসলাম ও আব্দুল খালেক।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তরিকুল ইসলাম বুলবুল, ইদ্রিস আলম গাজী, মো.কাওসার আহম্মেদ জেনিভ সিকদার। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো.শাহীন আলম, মো. মেহেদী হাসান, আলাউদ্দিন আল আজাদ বাদল।
এ ছাড়া ফাতিমা খানম আইনবিষয়ক, মো. ইমাম হোসেন বাবুল কৃষি ও সমবায় বিষয়ক, আলমগীর হোসেন আলম তথ্য ও গবেষণা, মো.হারুন মিয়া ত্রাণ ও সমাজকল্যাণ, আবু বকর সিদ্দিক জুয়েল দপ্তর, মাওলানা সিদ্দিকুর রহমান ধর্মবিষয়ক, মো. মাহমুদুল হক নাহিদ সিকদার প্রচার ও প্রকাশনা, নুরুল ইসলাম খান নান্নু বন ও পরিবেশ বিষয়ক, ইঞ্জিনিয়ার মো. মহাসীন মিয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক, সাবিনা ইয়াসমিন মহিলা বিষয়ক, মো.শাজাহান জমাদ্দার মুক্তিযুদ্ধ বিষয়ক, মিঠু সিকদার যুব ও ক্রীড়া সম্পাদক, পবিত্র কুমার শিক্ষা ও মানবসম্পদ, শিল্প ও বাণিজ্যবিষয়ক, মো.আবুল হোসেন শ্রম বিষয়ক, আবু হানিফ তালুকদার সাংস্কৃতিক বিষয়ক, মো. সরোয়ার আকন স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক, নজরুল ইসলাম গাজী সহ-দপ্তর, নজরুল ইসলাম বাবু সহ-প্রচার সম্পাদক এবং রমনী কীর্ত্তনীয়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
#CBALO/আপন ইসলাম