এম ইদ্রিস আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
মহামারি করোনা ভাইরাস এর কারনে তালা উপজেলা সীমান্ত প্রবেশ চেকপোস্ট দেওয়া হয়ছে। জেলা প্রশাসন, জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রাম পুলিশ সদস্যরা সহ সেচ্ছাসেবক সংস্হা দায়িত্ব পালন করছেন।যারা নিষেধাজ্ঞা ভঙ্গ কববেন তাদের বিরুদ্ধে আইনঅনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ মুহূর্তে দেশের কোন জেলা সাতক্ষীরায় প্রবেশে কড়া নজর দারির সাথে সাথে, সাতক্ষীরার আভ্যন্তরীন উপজেলা থেকে উপজেলায় প্রবেশে রয়েছে কড়া নজরদারি। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সকলে এক যোগে আইন ও স্বাস্থবিধি মেনে জেলা ও উপজেলাবাসীদের ভূমিকা রাখতে হবে। আজ থেকে বেলা ১২ পাটকেলঘাটার ত্রিশমাইল থেকে ধানদিয়া চৌরাস্তা সড়কের পাটকেলঘাটা থানার সীমানা নিদ্ধারন করে একটি চেকপোস্ট করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা থানার এস আই কালাম, এ এস আই সুব্রত, ধানদিয়া ইউনিয়ান পরিষদের দফাদার জান্নাতুল ফেরদৌস সহ গ্রাম-পুলিশ সদস্যরা।