এম ইদ্রিস আলী জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
মহামারি করোনা ভাইরাসের মধ্যে তালা উপজেলার পাটকেলঘাটা থানার ২ নং নগরঘাটা ইউনিয়ানে বসত বাড়ি থেকে মোটরসাইকেল চুরি হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে নগরঘাটায় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। মোটরসাইকেলের মালিক মৃত ছমিরউদ্দীনের পুত্র মোজাফ্ফার হোসেন জানান, আমার ব্যবহৃত সাতক্ষীরা ল-১১-৭৫৬২ নম্বরের লাল রংঙের এ্যাপাচী ১৫০সিসি মোটর সাইকেলটি বাসার নিচ তলায় রেখে আমি জুম্মার নামাজ আদায় করতে গিয়েছিলাম নামাজ শেষ করে এসে আর বাইকটি পায়নি।
তবে কে বা কারা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে আমি বুঝতে পারছি না। চুরির বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এবং থানায় জিডি করেছি।