স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের অন্তর্গত রুপনগর থানা ছাত্রলীগের সদ্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান রিদয়, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ শাখার প্যাডে পূর্ণাঙ্গ কমিটির গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর ২০২০) প্রকাশ করেন।এতে উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হন পাবনা জেলার চাটমোহর উপজেলা ছাইকোলা গ্রামের রাজনীতিক পরিবারের সন্তান রফিকুল ইসলাস সজীব ।
আওয়ামী পরিবার থেকেই বেড়ে উঠেছেন তিনি । স্কুলজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে তিনি সম্পৃক্ত। ছাত্রলীগের একজন কর্মী থেকে তিনি আজ রুপনগর থানা ছাত্রলীগের উপ- ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক । এ নিয়ে তার অনুভূতির কথা জানতে চাইলে তিনি বলেন, আমি উপ- ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক হয়েছি সেটা বড় কথা নয়, আমি ছাত্রলীগের জন্য কি দিতে পেরেছি সেটা বড় কথা।
ভবিষ্যতেও আমি ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যেতে চাই এবং আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। বর্তমানে তিনি রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি বাঙলা কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র।
#CBALO/আপন ইসলাম