আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
আসন্ন ঈশ্বরদী-আটঘরিয়া উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ নুরুজ্জামান বিশ্বাসকে আগামী ২৬ সেপ্টেম্বর নৌকা মাকায় ভোট দিন, গতকাল বুধবার পাবনা-৪ আসনের উপ-নিবার্চনে প্রতীক বরাদ্দের সাথে সাথে আটঘরিয়া উপজেলা আওয়ামীযুবলীগের আয়োজনে একটি বিশাল বিক্ষোভ মিছিল আটঘরিয়া বাজারে অনুষ্ঠিত হয়। মিছিলটি আটঘরিয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগ অফিস কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
আটঘরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফ্ফারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের(ভারপ্রাপ্ত) সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল, আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসরাম রতন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ রনি, দেবোত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোহাঈম্মীন হোসেন চঞ্চল, জেলা পরিষদের সদস্য মনিরুল ইসলাম পলাশ সহ অনেকেই। সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক গোলাম মওলা পান্নু।
এছাড়া উপজেলা বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আটঘরিয়া বাজারে জড়ো হতে থাকে। পরে নৌকার পক্ষে বিক্ষোভ মিছিল বের করা হয়। নৌকার পক্ষে ভোট প্রার্থনা করার জন্য প্রত্যেক নেতাকর্মীকে দিক নির্দেশনা দেয়। আটঘরিয়াতে নৌকার বিজয় নিশ্চিত করতে এই বিক্ষোভ মিছিল করা হয় বলে তারা জানান।
#CBALO/আপন ইসলাম