মোঃ কামাল হোসেন যশোর থেকে:
যশোরের অভয়নগরে সিআইডির চৌকস অভিযানে মাসুরা হত্যা মামলার আসামী মোঃআরমান (৩১)কে গ্রেপ্তার করেছে। অনুসন্ধানে জানা যায়, এই হত্যা মামলার তদন্তভার সিআইডির কাছে থাকায় তদন্তকারী কর্মকর্তা উপ পুলিশ-পরিদর্শক মোহাম্মদ ফখরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নওয়াপাড়া বৌ বাজার থেকে ০৪/০৯/২০২০ইং তারিখ সকাল অনুমান ০৯.৪৫ ঘটিকার সময় আটক করেন।
অভয়নগর (যশোর) থানার মামলা নম্বর -২১,তাং ১৫/৮/২০১৫ খ্রিস্টাব্দ ধারা-৩০২/২০১/৩৪ পিসি এর সন্ধিগ্ধ গ্রেফতারকৃত আসামি মোঃ আরমান (৩১) পিতা-মোঃ ওহাব,সাং নওয়াপাড়া(স্টেশন এর পাশেবৌবাজার),থানা-অভয়নগর,জেলা-যশোর।আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিম মাসুরা হত্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন।
ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদানের জন্য যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে নেওয়ার প্রস্তুতি চলছে।
#CBALO/আপন ইসলাম