চলনবিল প্রতিনিধিঃ
তাড়াশ উপজেলা শহরের হাসপাতাল গেট ওয়াবদাবাধ বাইপাস সড়টি চলাচলের অনুপযোগী হয়ে প্রতিদিন যানবাহন উল্টে ঘটছে দূর্ঘটনা আর ভোগান্তিতে জনসাধারন । উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর( এল,জি,ই,ডি) আর পৌরসভার পাল্টাপাল্টি রশিটানাটানিতে সড়কটি মেরামত ও হচ্ছে না । সরজমিনে জানা যায়, প্রায় ৭ বছর আগে স্থানীয় সরকার অধিদপ্তর প্রকৌশল বিভাগ ( এল,জি,ই,ডি) উপজেলা শহরের যানজট কমাতে শহরের পুর্ব পার্শ্বেও হাসপাতাল গেট থেকে উত্তর ওয়াবদাবাধ পর্যন্ত বাইপাস সড়ক নির্মিত হয় । এই সড়কে উপজেলা বড় ধানের পাইকারী হাট বিনসারা, রারুহাস হাট ও বিভিন্ন আড়তের ধান বোঝাই ট্রাকসহ ভারী যানবাহন গুলো শহরের বাহির দিয়ে চলাচল করে আসছে । গত প্রায় ১ বছরের বেশি সময সড়কটি বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে ।
স্থানীয় বাসিন্দা ওমর ফারুক জানান এই সড়কে প্রতিদিন চলাচলকারী বড় যানবাহন ট্রাক, বাস গুলো যাতায়াত বন্ধ করছে আর শত শত মোটর সাইকেল, অটোরিক্সা ভটভটি ভোগান্তিতে পড়ছে এবং কিছু যানবাহন উল্টে র্দূঘটনার শিকার হচ্ছে আর । সড়কের পাশের বাসিন্দা আব্দুল কাদের জানান আমরা প্রতিদিন ভোগান্তির শিকার হলেও সড়কটি মেরামত করা হচেছ না । পৌরশহরের স্কুল শিক্ষক মনিরুল ইসলাম জানান, উপজেলা প্রকৌশল অফিসের প্রকৌশলী কে জানালে বলেন পৌরসভা কে জানান আর পৌরসভার সচিব কে জানালে বলেন এল,জি,ই,ডির রাস্তার তারাই মেরামত করবে । তাড়াশ উপজেলা প্রকৌশলী মোঃ বাবুল হোসেন জানান সড়কটি মেরামতের জন্য প্রকল্প পাঠানো হয়েছে আর তাৎক্ষনিকভাবে পৌরসভা মেরামত করবে ।
#CBALO/আপন ইসলাম