স্টাফ রিপোর্টারঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুরের মুজাহিদ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে উপজেলার শংকরপুর ইউনিয়নের জগদানন্দকাঠি গ্রামের মনিরুজ্জামানের ছেলে। নিখোঁজ মুজাহিদ যশোর ঝুমঝুমপুর ফজলুল উলুম কওমী ও এতিমখানার হেফজ বিভাগে পড়াশুনা করতো। ওই ছাত্রের পিতা মনিরুজ্জামান জানান, মুজাহিদ গত ২৬ আগস্ট মাদরাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বিভিন্ন জায়গায়, আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজখবর নিয়েও তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ ছাত্রের গায়ের রঙ শ্যামলা, মুখমণ্ডল লম্বা, উচ্চতা আনুমানিক পাঁচ ফুট চার ইঞ্চি। মাদরাসা থেকে বের হওয়ার সময় পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি। কেউ মুজাহিদের সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ করেছেন নিখোঁজ মাদ্রাসা ছাত্রের পিতা মোঃ মনিরুজ্জামান মোবাইল নং- ০১৭১৯৬৬৩০৮৪।
#CBALO/আপন ইসলাম