মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন সদর উপজেলার বড়দেশ্বরী এলাকায় টাংগন নদীর খনন কাজ পরিদর্শন করেছেন । সোমবার দুপুরে তিসন সরজমিনে ওই কাজ পরিদর্শন করেন এবং কাজের বিভিন্ন বিষয় খোজ খবর নেন। এ সময় এমপি ওই এলাকার ১৩ জন গরীব কৃষকের কবলা কৃত প্রায় ৯ একর জমি ও টাংগন নদীর সেতু এবং শ্মশান ঘাট রক্ষার্থে সেতুর উত্তর পার্শে নদী সোজা করে খনন করার জন্য নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ নকিবুজ্জামান, ২১নং ঢোলার হাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক মেহেদী আহসান উল্লাহ চৌধুরী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আব্দুল কুদ্দুস নামে একজন কৃষক অভিযোগ করে বলেন, ওই এলাকার ১৩ জন কৃষকের ৮ একর ৮৪ শতক জমি নদীগর্ভে চলে গেছে। ২১নং ঢোলার হাট ইউপি পর চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল বলেন, মাননীয় এমপি মহোদয় আজকে নদী খনন কাজের পরিদর্শন করতে এসে ব্রীজটাকে রক্ষা করার জন্য এবং এলাকার অনেক কৃষক এর জমি নদীতে বিলিন না হয় সেজন্য এমপি মহোদয় নদী সোজা করে খনন করার নির্দেশনা দেন। ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, এমপি মহোদয় নির্দেশনা অনুযায়ী নদী সোজা করলে কৃষকরা সুফল পাবে।