কামরুজ্জামান কানু:
মুক্তিযোদ্ধা সংসদ, মেলান্দহ উপজেলা কমান্ড ও উপজেলা প্রশাসন আয়োজনে গত ৩১ আগষ্ট সকাল ১২ টার সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে’র ৩য় তলায় স্বাধীনতা’র স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক তামীম আল ইয়ামীনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার হারুন অর রশিদ।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল করিম ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কিসমত পাশা। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার জালাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব শাহজাহান, মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ তারা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহফুজুল আলম মুক্তা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইব্রাহীম খলিলুল্লাহ, উপজেলা সন্তান কমান্ডের সভাপতি এস,এম মোশারফ হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমান্ডারগণ।