রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
পবিত্র আশুরা উপলক্ষে বরিশালের গৌরনদীতে ওয়াজ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।উপজেলার টরকী বন্দর সরকারি তহশিল অফিস জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে রবিবার বাদ এশা মসজিদ কমপ্লেক্সে পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে ওয়াজ করেন টরকী বন্দর আদর্শ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মুফতি আজমী।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও সরকারি তহশিল অফিস জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম সরদারসহ অন্যান্যরা। শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধ কামনাসহ মহামারী করোনা ভাইরাস সংক্রমণ থেকে দেশবাসিকে রক্ষার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি তহশিল অফিস জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হযরত মাওলানা আল-আমিন।