রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সহধর্মীনি, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের বুলেটে ছেলে হারানো মা ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রয়াত শহীদ জননী মুক্তিযোদ্ধা শাহান আরা বেগমের স্মরণে পাঁচ হাজার ফলদ বৃক্ষ ও তালবীজ রোপণ কর্মসূচীর উদ্বোধণ করা হয়েছে।
সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্ত গৌরনদীর উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর উদ্যোগে ইউনিয়নের গ্রামীণ সড়কে বৃক্ষ কর্মসূচীর উদ্বোধণ করেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।