শামীম হাসান, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
আজ বিকেলে সুনামগঞ্জ হাছন রাজা মিউজিয়াম প্রাঙ্গনে রোটারী ক্লাব, মতিঝিল,বাংলাদেশ এর উদ্যোগে রোটারী এলাকা ৩২৮১ এর কার্যক্রমে সাম্প্রতিক বন্যা দূর্গত ১০ টি পরিবারের মধ্য নগদ ১৫ হাজার টাকা ও গৃহনির্মাণ সামগ্রী বিতরন করা হয়।
সার্বিক সহায়তায় ছিলেন কবি নাসরীন আবেদীন ও দেওয়ান শামসুল আবেদীন। আরও উপস্থিত ছিলেন ব্যাংকার আশরাফুল হোসেন লিটন,প্রভাষক মশিউর রহমান, দেওয়ান গিয়াস উদ্দীন চৌধুরী, মোঃ শহিদ নূর আহম্মেদ,আসাদ মনি, প্রমুখ।