রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন

ই-পেপার

নায়িকা নয়, ভাল অভিনেত্রী হতে চাই: রুবী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৯ আগস্ট, ২০২০, ৯:৩৭ অপরাহ্ণ

এম এস শবনম শাহীন:

ডাকনাম রুবী,পুরো নাম সৈয়দা পারভীন রুবী। কুমিল্লায় শহরে জন্মগ্রহন করেন। ছোটবেলা থেকেও প্রবল ইচ্ছেশক্তি আর স্বপ্ন ছিল মিডিয়াতে কাজ করার! দেশীয় সংস্কৃতির প্রতি ছিল তার প্রবল আগ্রহ ও অনুরাগ। পড়াশোনার পাশাপাশি ভিবিন্ন পত্রপত্রিকায় ছড়া,কবিতা, গল্প লিখতেন। স্কুল-কলেজে ভিবিন্ন বার্ষিক প্রতিযোগী অনুষ্ঠানে সংগীত পরিবেশনা, কবিতা আবৃত্তি, ছড়া আবৃত্তি করে বেশ প্রশংসাও কুড়িয়েছেন রুবী। উৎসাহ পেয়েছেন সবার! ধিরেধিরে দেশীয় বাংলা গান, সিনেমা,নাটক এর প্রতি অসম্ভব ভালোলাগা কাজ করে। প্রবল ইচ্ছে জাগে সেও একদিন মিডিয়াতে কাজ করবেন। হয়ে উঠবেন সবার মধ্যমণি একজন। প্রবল ইচ্ছাশক্তি আর প্রতিভা নিয়ে রুবী ‘‘দৈনিক অন্য-দিগন্ত’’ ও ‘‘সাপ্তাহিক সচিত্র’’  পত্রিকায় সাংবাদিক হিসেবে প্রথম মিডিয়াতে আত্নপ্রকাশ করেন। সাংবাদিকতা করতে গিয়ে অনেক বাধাবিপত্তি পার করতেও হয়েছে।

 

তবে তিনি সফল হয়েছেন,সুনাম কুড়িয়েছেন সাংবাদিকতা ক্যারিয়ারেও! সৈয়দা পারভীন রুবীর প্রথম ছোটপর্দায় অভিষেক ঘটে ‘‘৭১ এর গেরিলা’’ নাটকে। এটি ছিল একটি মুক্তিযোদ্ধাদের নিয়ে নির্মিত নাটক! এর পর পিছনে ফিরে থাকাতে হয়নি রুবী কে। ৭১ এর গেরিলা’ নাটকের পর বেপকভাবে পরিচিতি লাভ করেছেন প্রতিভাবান এ অভিনেত্রী। প্রথম নাটকে দর্শক মহলে সাড়া পাওয়ার পর ব্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী রুবী! তারপর তিনি একাধারে ‘‘ধ্বংস’’, ‘‘প্রিয়া মডেল’’ উল্লেখযোগ্য নাটকে কাজ করেন। অভিনয় জীবন বেশী দীর্ঘস্থায়ী না হলেও, স্বল্প ক্যারিয়ারে, অতি অল্প সময়ে তিনি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। পেয়েছেন অজস্র মানুষের উৎসাহ ও ভালবাসা…. গত ২২ আগস্ট শুটিংয় হয়ে গেল সার্কেল ভিষন এর প্রযোজনা ও পরিবেশনায় শত পর্বের ওয়েব সিরিজ ‘‘গেস্ট হাউজ’’।

 

‘‘বিথী’’ নামে অসাধারণ এক চরিত্রে অভিনয় করেন প্রতিভাবান এ অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর মাসে ওয়েব সিরিজটি রিলেজ হবে জানিয়েছেন চ্যানেল কর্তপক্ষ। একান্ত সাক্ষাৎকারে অভিনেত্রী রুবী বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন। যেন সবসময় দর্শকদের ভাল কিছু উপহার দিতে পারি! নায়িকা নয়, ভাল অভিনেত্রী হতে চাই! আশা করি সবসময় সবাই আমাকে উৎসাহ দিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর