তাড়াইল প্রতিনিধি:
বাংলা একাডেমি পদক ও একুশে পদকপ্রাপ্ত খ্যাতনামা কথাসাহিত্যিক, ইত্তেফাক সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) চেয়ারম্যান রাহাত খানের মৃত্যুতে মাননীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু মহোদয়ের শোক প্রকাশ। সুলতানী বাংলার শেষ স্বাধীন সুলতান গিয়াস উদ্দীন মাহমুদ শাহর (১৪৩৩-১৪৩৮) প্রাদেশিক গভর্নর নূর খান ইবনে রাহাত খান মোয়াজ্জমের বংশধর কিশোরগঞ্জের জাওয়ার সাহেব বাড়ীর কৃতী সন্তান রাহাত খান। আমাদের ইতিহাস ও সাহিত্য সংস্কৃতির এক বড়পুত্র। আল্লাহ যেন উনাকে বেহেশতের সর্বোচ্চ পর্যায়ে শান্তিতে রাখে। #আমিন।