মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের লামায় শহর যুবলীগের উদ্যোগে শোকাবহ আগষ্ট মাসের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগষ্ট,২০২০ ইং–) বিকালে লামা বাজারস্থ জেলা পরিষদ গেষ্ট হাউজের ২য় তলার হলরুমে শহর যুবলীগের আয়োজনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস,১৭ আগষ্ট সারাদেশে সিরিজ বোমা হামলা,২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেট হামলায় নিহতদের স্মরণে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন লামা উপজেলা আ,লীগের জ্যৈষ্ঠ সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
অন্যান্যদের মাঝে ছিলেন লামা উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ জহিরুল ইমলাম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান,উপজেলা আ,লীগের যুগ্ম সম্পাদক ও রুপসী পাড়া ইউপি চেয়ারম্যান চাচিং প্রু মার্মা,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,প্যানেল মেয়র মোঃ হোসেন বাদশা,পৌর আ,লীগের সহ- সভাপতি উজ্জ্বল বড়ুয়া,উপজেলা তাঁতী লীগের সভাপতি মোঃ নাছির উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন পৌর যুবলীগের সভাপতি মোঃ সাইদুর রহমান সাইদ। আরও অংশ নেন পৌর যুবলীগের সাধারন সম্পাদক রাজিব রক্ষিত,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ শাহীন, কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোছাইনমহ সংঠনের বিভিন্নধরনের নেতা-কর্মীরা।