সোনাইমুড়ী, নোয়াখালী:
চট্টগ্রামের বাঁশখালীতে বীর মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলা এবং অপমানের প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে আজ বেলা ১১ টায় সোনাইমুড়ী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধা সংসদ সোনাইমুড়ী উপজেলা কমান্ড ও সোনাইমুড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোঃ গোলাম মাওলা (সোনাইমুড়ী উপজেলা কমান্ডার), মোঃ বরকত উল্যাহ (মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক), মোঃ গোলাম মোস্তফা ভুঁঞা (মুক্তিযোদ্ধা সংগঠক) মোঃ বেলাল হাসান মাহমুদ (আহ্বায়ক সোনাইমুড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড), ফারহানা আক্তার (মুক্তিযোদ্ধা সন্তান)।
বক্তব্যে ষড়যন্ত্রকারীকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোড়ালো আবেদন জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল এর নিকট জাতীর জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন ও স্মারকলিপি প্রদানে সোনাইমুড়ী উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা উপস্থিত ছিলেন।