মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
যশোর অভয়নগরে বেদখলে থাকা সরকারি রাস্তা দখলমুক্ত করতে ভূমি অফিসের নোটিশ জারি হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের মথুরাপুর ভূমি অফিসের নায়েব গৌর সুন্দর বিশ্বাস দখলে থাকা ব্যক্তিদের নিকট উচ্ছেদ নোটিশ প্রদান করেন। নোটিশ সূত্রে জানা যায়, শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের ইসলাম পাড়ায় আরএস ১/১ সরকারি খতিয়ানে ৩২১৭নং ঈদগাহ শ্রেণির ২১ শতক জমির উপর একটি মসজিদ আছে।
মসজিদের পশ্চিম-উত্তর পাশ দিয়ে সরকারের আরএস ১নং খতিয়ানে ৩২১৬নং কাচা রাস্তার দাগে ১০ শতক ও ৩২১৯নং কাচা রাস্তার দাগে ১৮ শতক সহ মোট ২৮ শতক সরকারী জমির উপর খোদা বক্সের ছেলে মো. শহিদুল ইসলাম অবৈধভাবে প্রায় চারশতক জমি দখল করে চাষাবাদ করছে। এছাড়াও মো. ইলাহী বক্সের মেয়ে মোসা: মুসলিমা খাতুন প্রায় চারশতক জমিতে বাগান করেছে। মৃত আব্দুল কাদের মোড়লের ছেলে মো. আলাউদ্দিন মোড়ল ৯ শতক জমি দখল করে নির্মাণ করেছে একটি টিন শেডের পাকা ঘর, একটি টিন শেডের রান্না ঘর ও রোপন করেছে একটি শিরিষ গাছ। মৃত ছবেদ আলী মোড়লের ছেলে রহমান মোড়ল চার শতক জমি দখল করে নির্মাণ করেছে পাকা প্রাচির।
মো. আলী বক্স একশতক জমি দখল করে নির্মাণ করেছে একটি কাচা ঘর। আরও জানা যায়, মৃত মোজাম্মেল মোড়লের ছেলে আব্দুল গফ্ফার মোড়ল তিন শতক জমি দখল করে নির্মাণ করেছে একটি টিন শেডের পাকা ঘর। আব্দুল গফুর মোড়লের ছেলে মো. নূরুজ্জামান মোড়ল তিন শতক জমি দখল করে নির্মাণ করেছে একটি পাকা টিন শেডের ঘর। অবৈধ ভোগ-দখলকারীদের মৌখিকভাবে ওই জমি দখলমুক্ত করতে বললে, উচ্ছেদ প্রক্রিয়া ছাড়া তারা দখলে থাকা জমি ছাড়তে রাজি নয়। উল্লেখিত দখলদারদের বিরুদ্ধে গত ২৩ আগস্ট উচ্ছেদ মামলা পূর্বক নীতিমালা অনুযায়ী সরকারি গুরুত্বপূর্ণ কাচা রাস্তার খাস জমি উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে মথুরাপুর ইউনিয়ন ভূমি অফিস।
এ ব্যাপারে মথুরাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গৌর সুন্দর বিশ্বাস জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম স্যারের নির্দেশে বুধবার দুপুরে দখলে থাকা ব্যক্তিদের নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে আগামী ৭ দিনের মধ্যে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ প্রদান করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম বলেন, সরকারি রাস্তা দখলমুক্ত করতে ২৫ আগস্ট অভিযুক্তদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। উল্লেখ্য, গত ২৩ আগস্ট রোববার “অভয়নগরে সরকারি রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন করা হয়।